কুরআন তিলাওয়াতের সঠিক উচ্চারণের : হারফের মাখরাজ ও ছিফাতের সহজ ব্যাখ্যা

কুরআন তিলাওয়াতের সময় সঠিক উচ্চারণে লাহনে জালীর ভুল এড়াতে হারফের মাখরাজ ও ছিফাত জানা অত্যন্ত জরুরি। আরবি হারফগুলির সঠিক উচ্চারণের নিয়মাবলি এবং লাহনে খফী ভুলগুলি পরিহার করতে শিখুন।

Oct 29, 2024 - 16:41
Oct 29, 2024 - 17:21
 0  27
কুরআন তিলাওয়াতের সঠিক উচ্চারণের : হারফের মাখরাজ ও ছিফাতের সহজ ব্যাখ্যা

কুরআন শারীফ তিলাওয়াতের সময় এক হারুফ উচ্চারণ করতে অন্য হারফের উচ্চারণ হয়ে গেলে সেই উচ্চারণকে অশুদ্ধ উচ্চারণ বলে। এইরূপ তিলাওয়াতে লাহনে জালী হইয়া গুনাহগার হতে হয়। ২৯টি আরবী হারফের মধ্যে ২০টিতেই এইরূপ অশুদ্ধ উচ্চারণ হতে পারে। কাজেই উহাদের উচ্চারণে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে হারফের মাখরাজ ও ছিফাত সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকলে অশুদ্ধ উচ্চারণ করা হতে রক্ষা পাওয়া যায়। নিম্নে প্রতিটি হারফের সম্ভাব্য অশুদ্ধ উচ্চারণ পরিহারের ব্যাখ্যা প্রদান করা হলো।

হারফের মাখরাজ এবং ছিফাতের ব্যাখ্যা

নিচে প্রতিটি হারফের সম্ভাব্য অশুদ্ধ উচ্চারণ পরিহারের ব্যাখ্যা প্রদান করা হলো।

1ي ء ع

  • ع- হালকের বা গলার মাঝখান হতে গলা দাবাইয়া নরম করে উচ্চারণ করতে হবে
  • ء - হালজ্বের শুরু (গলার নীচু ও সিনার কাছ) হতে শক্তভাবে উচ্চারণ করতে হবেউল্লেখ্য, হামযাহর উচ্চারণ কোনভাবেই নরম হবে না। শব্দ গলার মধ্যে বেজে উঠবে
  • ي - জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্তভাবে উচ্চারণ করতে হবে

2| ط ت

  • ت দুইটি হারফের মাখরাজ একই হইলেও উচ্চারণ বারিক বা পাতলা হবে
  • ط - জিহ্বার আগা (সামনের উপরের দুই দাঁতের গোড়া) হতে ইত্ববাকুসহ (উচ্চারণের সময় জিহ্বার পেট উহার মাঝখানের কিছু অংশ উপরের তালুর সহিত মিলিয়া যাওয়াকে ইত্ববাক বলে।) মোটা (ইস্তিয়'লা) হবেআবার ৬ হরুফে দম ফেলিলে উচ্চারণে ক্বলক্বলাহ করতে হবে

3| ظ ز ذ ج

  • ج জিহ্বার মাঝখানের এবং সেই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্তভাবে উচ্চারণ করতে হবে
  • ذ - জিহ্বার আগা (সামনের উপরের দুই দাঁতের আগা) হতে পাতলা ও নরমভাবে আদায় করতে হবে
  • ظ - জিহ্বার আগা ও সামনের উপরের দুই দাঁতের আগা হতে নরম করে মোটাভাবে (ইস্তিয়'লা) আদায় করতে হবে
  • ز - জিহ্বার আগা ও সামনের নিচের দাঁতের আগা হতে শিসসহ (ছফীরহ) সামান্য শক্তভাবে আদায় করতে হবে

4| ص س ث 

  • ث - জিহ্বার আগা ও সামনের উপরের দুই দাঁতের আগা হতে নরমভাবে উচ্চারণ করতে হবে
  • س - জিহ্বার আগা ও সামনের নিচের দুই দাঁতের আগা হতে শিসসহ (ছফীরহ) কিছু শক্ত করে উচ্চারণ করতে হবে এর উচ্চারণ বারিক বা পাতলা হবে
  • ص- জিহ্বার আগা ও সামনের নিচের দুই দাঁতের আগা হতে শিসসহ (ছফীরহ) মোটাভাবে (ইস্তিয়'লা) উচ্চারণ করতে হবে

5| ه ح

  • ح-  ইহাকে হায়ে হুত্তিও বলে। ইহাকে গলার মধ্য হতে গলা দাবাইয়া শোঁ শোঁ শব্দে উচ্চারণ করতে হবে
  • ه - ইহাকে হায়ে হাওয়ায বলে। গলার নিচু (হালকের শুরু) হতে ছিনার কাছ হতে উচ্চারণ করতে হবে

6| ض د  

  • د -  জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের (ছানায়া উল্টয়ার) গোড়ার সঙ্গে লাগায়ে পাতলাভাবে উচ্চারণ করতে হবে
  • ض - জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা ও উপরের মাড়ি দাঁতের (আদ্বরস) গোড়ার সংগে লাগিয়ে মোটাভাবে উচ্চারণ করতে হবেসামনের দাঁতের সাহায্যে উচ্চারণ করলে খুবই ভুল হবে
  • 7| ك ق
  • ق - জিহ্বার গোড়া ও তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটাভাবে উচ্চারণ করতে হবে
  • ك - জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সংগে লাগিয়ে পাতলাভাবে উচ্চারণ করতে হবে

8| و ب

  • ب - উক্ত হারুফ দুইটির উচ্চারণ স্থান একই বিধায় সতর্কতার সহিত উচ্চারণ করতে হবে এর উচ্চারণে দুই ঠোঁট একত্রে মিশে যাবে
  • و - উচ্চারণে দুই ঠোঁটের মাঝখানে ফাঁক থাকবে,ঠোঁটদ্বয় মিশবে না।

কুরআন তিলাওয়াতের সময় সঠিক উচ্চারণের গুরুত্ব অপরিসীম। হারফের মাখরাজ ও ছিফাত সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে অশুদ্ধ উচ্চারণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাজবীদের নিয়ম মেনে চললে পড়ার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং লাহনে খফী থেকে মুক্ত থাকা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow